‘সরকারেই সমন্বয়ের অভাব’, কলকাতার বেহাল বাজার নিয়ে বিস্ফোরক শাসকদলের কাউন্সিলর
বিপজ্জনক অবস্থা একের পর এক বাজারের। কোন জটিলতায় আটকে সংস্কারের কাজ?
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৪ ২১:১৭
Advertisement
শহরের বাজার সংস্কারে উদ্যোগী হয়েছে পুরসভা। তৈরি করা হয়েছে বিশেষ কমিটিও। কিন্তু পরিকল্পনা আর ঘোষণাই সার! কোনও এক অদৃশ্য কারণে বাজার সংস্কারে নামতেই পারছে না পুর প্রশাসন। কেন? কার ঔদাসীন্য? কী কারণে রোজ প্রাণ হাতে করে বেচাকেনা শহরের পুরনো সব বাজারে?