Kolkata

কলকাতায় দেব দীপাবলি, দশ হাজার প্রদীপে সাজানো হল বাজে কদমতলা ঘাট

বাঙালির উৎসবের ক্যালেন্ডারে ঢুকে পড়ল দেব দীপাবলি, সূচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১৮:০৩
Advertisement

বারাণসীর ঘাটের মতো আরতি গঙ্গাপারের কলকাতায়। ঘটা করে এই সমারোহ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই সঙ্গে জুড়ে গেল দেব দীপাবলি। বাঙালির আনন্দ উদ্‌যাপনের ক্যালেন্ডারে ঢুকে পড়ল আরও একটি উৎসব। রবিবার সন্ধ্যায় দশ হাজারেরও বেশি প্রদীপে সেজে উঠল কলকাতার বাজে কদমতলা ঘাট। সেখানে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দেব দীপাবলি’র সূচনা করলেন কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্যও। এ বছর প্রথম হলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন থেকে বাজে কদমতলা ঘাটেই পালিত হবে দেব দীপাবলি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement