কে বলবে ৮০ বছর? ‘কাশ্মীর কি কলি’ বা ‘অ্যান ইভনিং ইন প্যারিস’ কিংবা ‘অপুর সংসার’-এর পুরনো শর্মিলা এখন এক্কেবারে নতুন। তাঁর মধ্যেই খুঁজতে থাকা অনেকগুলো নাম। সইফ, সোহা, করিনা, সারা, ইব্রাহিম, তৈমুর, জেহ্। এ তো তাঁর বিস্তারের জীবনগাথা। আর তিনি নিজে? বাংলা নববর্ষের প্রাক্কালে কলকাতায় এসে তাঁর মনে পড়ছে ‘মানিক কাকা’র কথা। পরিচালক অসিত সেনের কথা। উত্তমকুমার-সুচিত্রা সেনের কথা। কোনও বিষাদ, কোনও হতাশা তাঁকে স্পর্শ করেনি। শর্মিলা ঠাকুর গল্প করলেন একমাত্র আনন্দবাজার ডট কমের সঙ্গে।