Sharmila Tagore Exclusive

‘ছবি ভাল হয়নি, কিন্তু ইব্রাহিমকে সুন্দর লেগেছে’, পুরনো শর্মিলা এখন নতুন, বললেন মিসেস সেনের কথাও

এই সফরে সময় কম, তাই কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনে উঠতে পারেননি, তবে মিষ্টি অবশ্যই নিয়ে যাবেন, জানালেন শর্মিলা ঠাকুর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২০:০৪
Advertisement

কে বলবে ৮০ বছর? ‘কাশ্মীর কি কলি’ বা ‘অ্যান ইভনিং ইন প্যারিস’ কিংবা ‘অপুর সংসার’-এর পুরনো শর্মিলা এখন এক্কেবারে নতুন। তাঁর মধ্যেই খুঁজতে থাকা অনেকগুলো নাম। সইফ, সোহা, করিনা, সারা, ইব্রাহিম, তৈমুর, জেহ্‌। এ তো তাঁর বিস্তারের জীবনগাথা। আর তিনি নিজে? বাংলা নববর্ষের প্রাক্কালে কলকাতায় এসে তাঁর মনে পড়ছে ‘মানিক কাকা’র কথা। পরিচালক অসিত সেনের কথা। উত্তমকুমার-সুচিত্রা সেনের কথা। কোনও বিষাদ, কোনও হতাশা তাঁকে স্পর্শ করেনি। শর্মিলা ঠাকুর গল্প করলেন একমাত্র আনন্দবাজার ডট কমের সঙ্গে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement