আনন্দবাজার অনলাইনের ‘আগমনীর আড্ডা’-র প্রথম পর্বে ‘আবাহন’। অংশগ্রহণে নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সঞ্চালনায় রয় চৌধুরী।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৪:০২
Advertisement
‘মধ্যযুগের পর থেকে মন্ত্র
উচ্চারণ পাল্টেছে’, বলছেন নৃসিংহপ্রসাদ
ভাদুড়ী। অদিতি মুন্সি এবং শিবপ্রসাদের আড্ডায় উঠে এল সংস্কৃত স্তবের সঙ্গে তাঁদের
বেড়ে ওঠার গল্প। আধুনিক জীবনে মন্ত্রের ভূমিকা নিয়ে আলোচনায় অধ্যাপক রমাপ্রসাদ
বন্দ্যোপাধ্যায়।