Shantanu Naidu

বয়সের ফারাক ৫০ বছর, কুকুরপ্রেম থেকেই বন্ধুত্ব, শেষ দিন পর্যন্ত টাটার বন্ধু শান্তনু

২০১৮ থেকে শান্তনু নায়ডু রতন টাটার অফিসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। বেতন পান মাসে সাড়ে ৮ লক্ষ টাকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ২০:৫১
Advertisement

রতন টাটার বন্ধু। নাম শান্তনু নায়ডু। বয়স ৩১। ৯ অক্টোবর, ২০২৪— জীবনের শেষ দিন পর্যন্ত রতন টাটার সব চেয়ে কাছের মানুষ ছিলেন এই শান্তনু। টাটা গোষ্ঠীর এমিরেটাস চেয়ারম্যানের প্রয়াণে তিনি লেখেন, ‘বন্ধুত্বে যে শূন্যতা তৈরি হল, আমি আমার বাকি জীবন দিয়ে তা পূর্ণ করার চেষ্টা করব। দুঃখ দিয়ে এই ভালবাসার মূল্য চোকাতে হবে। বিদায়, আমার প্রিয় লাইটহাউস।’

Advertisement

শান্তনু নায়ডুর জন্ম ১৯৯৩ সালে। মহারাষ্ট্রের পুণেতে। ২০১৪ সালে সাবিত্রিবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেন শান্তনু। পরে বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠান, আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেন তিনি। ২০১৮ থেকে শান্তনু নায়ডু রতন টাটার অফিসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। বেতন পান মাসে সাড়ে ৮ লক্ষ টাকা। ৩১ বছরের যুবকের রয়েছে ৬ কোটি টাকার সম্পত্তি। ২০২১ সালে রতন টাটাকে নিয়ে তিনি লেখেন ‘আই কেম আপন এ লাইটহাউস: শর্ট স্টোরিস অফ লাইফ উইথ রতন টাটা’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement