Saswata Chatterjee

‘শিল্পের স্বাধীনতা আমরাই কমিয়েছিলাম,দক্ষিণী ছবির রিমেক করে’, মত শাশ্বতর

শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বাবার সম্পর্ক, ব্যক্তিগত জীবন থেকে অমিতাভ বচ্চন, কমল হাসানের সঙ্গে অভিনয়, টলিউড ইন্ডাস্ট্রির হাল হকিকত নিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে নিজের বাড়িতে আড্ডা জমালেন অভিনেতা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ২২:০৮
Advertisement

বাবা ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেতা। তাঁর হাত ধরেই নাটকের দলে যোগ দেওয়া। ছোট পর্দা থেকে তাঁকে চিনলেন দর্শক। বাবার জনপ্রিয়তার চাপ কাঁধে নিয়েই অভিনয় জগতে আসা তাঁর। অভিনয়ের প্রতি ভালোবাসা ছোট থেকেই। বারবারই তুলনা উঠে এসেছে, বাবার মত হতে পারলেন কি? সে সবের তোয়াক্কা না করেই অভিনয়ে মন দিয়েছেন তিনি। ছোট পর্দা হোক বা বড় পর্দা, নিজের মত করে ইন্ডাস্ট্রিতে জায়গা তৈরি করেছেন। বাংলা ইন্ডাস্ট্রি, বলিউড পেরিয়ে তিনি এখন দক্ষিণী অভিনেতাদের টক্কর দিচ্ছেন। বর্তমানে তিনি অভিনয় জগতের উল্লেখযোগ্য এক নাম, শাশ্বত চট্টোপাধ্যায়। নানা বিষয় নিয়ে আড্ডা দিলেন শাশ্বত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement