Protest for RG Kar Incident

ন্যায়বিচার চেয়ে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা মহামিছিল, পা মেলালেন অনশনকারী চিকিৎসকেরাও

কলেজ স্কোয়্যারে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশাপাশি হাজির অভিনেত্রী থেকে সাধারণ মানুষ। ধর্মতলা পর্যন্ত মিছিল করে যান তাঁরা। মিছিলে যোগদানকারীদের অনেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৭:৩৪
Advertisement

আরজি কর-কাণ্ডের তিন মাস অতিক্রান্ত। ন্যায়বিচারের দাবিতে যাঁরা পথে নেমেছিলেন, তাঁরা আজও সন্তুষ্ট হতে পারেননি। এ দিকে সুপ্রিম কোর্টের নজরদারিতে ঘটনার তদন্ত করছে সিবিআই। নির্যাতিতা চিকিৎসকের জন্য ন্যায়বিচারের দাবিতে শনিবার দুপুর ৩টেয় কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যেরা। মিছিল থেকে দ্রুত তদন্তপ্রক্রিয়া শেষ করার দাবি ওঠে। মিছিলে পা মেলান ন্যায়বিচারের দাবিতে ধর্মতলায় অনশন করা জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার, স্নিগ্ধা হাজরা, পরিচয় পণ্ডা, অনুষ্টুপ মুখোপাধ্যায়েরা। দেখা মিলেছে চৈতি ঘোষাল, দেবলীনা দত্তদের মতো টিভি তারকাদেরও। ছিলেন সাধারণ মানুষও। তবে, পরিচিত আন্দোলনকারী চিকিৎসকদের অনেককে দেখা যায়নি মিছিলে। সামনেই ডাক্তারির পরীক্ষা। সে কারণে অনেক জুনিয়র ডাক্তার অনুপস্থিত বলে জানিয়েছেন তাঁদের সহপাঠী, সহকর্মীরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement