Dipshita Dhar

কালো মেয়ে বলে কম কথা শুনতে হয়নি! গায়ের রঙের রাজনীতি নিয়ে অকপট দীপ্সিতা ধর

ভোট পর্ব শেষে, দলের রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সমাজের রাজনীতি নিয়ে আলোচনায় বসলেন নেত্রী। দীপ্সিতা ধর এ বার মনে করালেন, মেয়েদের গায়ের রং নিয়েও কম রাজনীতি চলে না।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১৯:১৪
Advertisement

কখনও মেয়েদের অধিকার নিয়ে কথা বলেন, কখনও পুরনোকে নতুন করে গড়ার পক্ষে সরব হন। প্রচারে গিয়ে গান বাঁধেন, প্রবীণদের পাশে থাকেন। বাম রাজনীতির তরুণ মুখেদের অন্যতম। যেমন মন গবেষণায়, তেমনই আবার দিন বদলের স্বপ্ন দেখায়। দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। জোর গলায় অন্যের অধিকার চেয়ে পথে নামা। সবের মাঝেই আবার নিজের ছোটবেলার কোনও এক দুঃখ মনে পড়া। কালো মেয়ে হলে কি তবে মন্দ হয়—সে সব প্রশ্নে ফিরা যাওয়া। ভোট-পর্ব শেষে, দলের রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সমাজের রাজনীতি নিয়ে বসলেন আলোচনায়। দীপ্সিতা ধর এ বার মনে করালেন, মেয়েদের গায়ের রং নিয়েও কম রাজনীতি চলে না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement