Olympics 2024

দূষণমুক্ত স্যেন নদী, নিজে সাঁতার কেটে প্রমাণ দিলেন মেয়র, প্যারিস পারে, কেন পারে না কলকাতা?

প্যারিসের দূষিত স্যেন নদীকে অলিম্পিক্সের আগেই সাফসুতরো করার চ্যালেঞ্জ নিয়েছিলেন মেয়র অ্যানি ইদালগো। পরিষ্কার করার পর মেয়র নিজে সাঁতার কাটলেন স্যেনে। আদিগঙ্গার ক্ষেত্রে কেন তা হয় না?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৪ ১৩:১৭
Advertisement

প্যারিসের স্যেন নদী যে সত্যিই পরিষ্কার হয়েছে, তা প্রমাণ করতে ইদালগো নিজেই নেমে পড়েছিলেন সাঁতার কাটতে। কেটেওছেন ১০০ মিটার মতো সাঁতার। সেই দৃশ্য বাঙালির মনে উস্কে দিয়েছে একটি প্রশ্ন। মেয়র ফিরহাদ হাকিম পারবেন কি প্যারিসের মেয়রের মতোই চ্যালেঞ্জ নিয়ে আদিগঙ্গাকে বিলকুল সাফসুতরো করতে? পরিষ্কার আদিগঙ্গায় সাঁতার কেটে ইদালগোর মতোই উঠে আসছেন ভেজা কস্টিউম আর গগলস পরা তৃপ্ত ফিরহাদ— অদূর ভবিষ্যতে এই দৃশ্যের অপেক্ষায় কি থাকতে পারে বাঙালি? না কি, প্যারিস যা পারে, কলকাতা তা পারে না!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement