মেরুকরণের রাজনীতির জন্য নরেন্দ্র মোদীর সরকার সমোলাচিত হয়েছে বার বার। উল্টো দিকে, সংখ্যালঘু তোষণকে কেন্দ্র করে বিরোধীদের বিঁধেছে বিজেপি। ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে মুসলমাল ভোটকে কেন্দ্র করে সমীকরণ ঠিক কেমন, আলোচনায় সুপর্ণ মৈত্র, সাবির আহমেদ ও নারায়ণ বন্দ্যোপাধ্যায়।