Tarapith Special Train

তারাপীঠের জন্য হাওড়া-রামপুরহাট বিশেষ ট্রেন, চলবে তিন দিন

আগামী ১৪, ১৫ এবং ১৬ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনিবার হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত বিশেষ ট্রেন পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৪
Advertisement

কৌশিকী অমাবস্যা উপলক্ষে অনেকেই তারাপীঠ যান। সেই সময় রামপুরহাট রুটে বিপুল ভিড় হয়। যাত্রীদের সুবিধার্থে আগামী ১৪, ১৫ এবং ১৬ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনিবার হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। ওই বিশেষ ট্রেনটি হাওড়া থেকে সকাল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে রামপুরহাট সকাল ৯টা ৫০-এ পৌঁছবে। ফেরার পথে সকাল ১১টা ৫-এ ট্রেনটি রামপুরহাট থেকে ছেড়ে হাওড়ায় পৌঁছবে দুপুর ৩টে ৫ মিনিটে। যাত্রাপথে বিশেষ ওই ট্রেনটি শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর এবং সাঁইথিয়াতে দাঁড়াবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement