Durga Puja Carnival

শিকলে বাঁধা ৭ ফুট উঁচু ব্যারিকেড, ‘দ্রোহের কার্নিভাল’ আটকাতে দুর্গের চেহারা রানি রাসমণি রোডে

মঙ্গলবার বিকেলে রেড রোডে সরকারের পুজোর কার্নিভাল। পাল্টা ‘দ্রোহের কার্নিভালে’র ডাক ডাক্তারদের। পুলিশের ব্যারিকেড, গার্ডরেল রানি রাসমণি রোডে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৩:৫০
Advertisement

মঙ্গলবার পুজোর কার্নিভাল রেড রোডে। মোট ১০৬টি পুজো কমিটির অংশ নেওয়ার কথা কার্নিভালে। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি, লাগোয়া রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভালে’র ডাক দিয়েছে সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌স। একই রাস্তায় মানববন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরাও। সোমবার রাতেই রানি রাসমণি রোড-সহ ধর্মতলা চত্বরে ১৬৩ ধারা জারি করে পাঁচ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। রানি রাসমণি রোড ঘিরে ফেলা হয়েছে ব্যারিকেডে। ৭ ফুট উঁচু গার্ডরেল যাতে সরিয়ে না ফেলতে পারেন আন্দোলনকারীরা, তাই সেগুলি বাঁধা হয়েছে শিকলে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement