‘অমর সঙ্গী’, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনপ্রিয় সেই সিনেমার নামেই এই ধারাবাহিক। ৩৮ বছর পেরিয়েও এখনও জনপ্রিয়তা কমেনি এই ছবির। প্রসেনজিৎ ও বিজয়েতা পন্ডিতের রোম্যান্সকে টক্কর দিতে পারবেন নীল-শ্যামপ্তি?
আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ২০:৫৬
Advertisement
নতুন ধারাবাহিক ‘অমর সঙ্গী’তে নতুন জুটি নিয়ে দর্শকের উচ্ছ্বাস তুঙ্গে। নিজেদের অনস্ক্রিন রসায়ন তৈরি করতে ব্যস্ত নীল-শ্যামপ্তী। ধারাবাহিকের প্রোমো শুটিংয়ে এক্সক্লুসিভলি হাজির আনন্দবাজার অনলাইন।