Palm Avenue

প্রয়াত বুদ্ধদেব: শেষ মুহূর্তেও পাশেই ছিলেন হরেন-শম্ভু, অসুস্থতা উড়িয়ে হাজির চালক ওসমানও

বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ বিদায় জানাতে পাম অ্যাভিনিউয়ে তিল ধারণের জায়গা নেই। ‘বুদ্ধদা’কে শেষ বার দেখতে যেমন অসুস্থতাকে উপেক্ষা করে হাজির চালক ওসমান, তেমনই ছেলেকে নিয়ে হাজির শিলিগুড়ির স্বপনও।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ১৯:৫৮
Advertisement

শেষ কয়েক বছর ধরে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের দেখভাল করতেন হরেন অধিকারী এবং শম্ভু। প্রতি দিনের মতোই বৃহস্পতিবার সকালেও প্রাতরাশ সারেন বুদ্ধদেব। তার পর থেকেই শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পায়। হরেন এবং শম্ভু বাইপ্যাপ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকেদের সঙ্গে পরামর্শ করেন তাঁরা। কিন্তু তত ক্ষণে সব শেষ। তাঁরা জানাচ্ছেন, অসুস্থ বুদ্ধদেব ডুবে থাকতেন রবীন্দ্রসঙ্গীতে। তবে, তিনি যখন খানিক সুস্থ, তখন হরেন, শম্ভুদের সঙ্গে গল্পগুজবও করতেন বুদ্ধদেব। হরেনদের দাবি, তাঁরা সঠিক সময়ে খাওয়াদাওয়া করছেন কি না, তা নিয়েই ছিল বুদ্ধদেবের চিন্তা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement