Santosh Mitra Square

‘আমি এখন ডুম খুঁজছি’, লেজ়ারে মানা পুলিশের মাথায় হাত সন্তোষ মিত্র স্কোয়্যারের উদ্যোক্তার

সন্তোষ মিত্র স্কোয়্যারের এ বছরের পুজোর থিম লাস ভেগাসের গ্লোব। লেজ়ারের ব্যবহারে তৈরি হওয়ার কথা ছিল গোটা মণ্ডপ। এ দিকে খুঁটিপুজোর দিনেই চিঠি দিয়ে লেজ়ার ব্যবহারে আপত্তির কথা জানাল পুলিশ। সবটাই রাজনৈতিক চক্রান্ত, অভিযোগ সজল ঘোষের।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৪ ২০:০৫
Advertisement

সন্তোষ মিত্র স্কোয়্যারের এ বছরের পুজোর থিম লাস ভেগাসের গ্লোব। এই গ্লোব তৈরি হওয়ার কথা লেজ়ার আলো দিয়ে। বিতর্ক এখানেই। পুজোর থিমে লেজ়ার আলো ব্যবহার করা যাবে না, এই মর্মে গত ১৮ জুলাই একটি চিঠি মুচিপাড়া থানা থেকে পৌঁছয় এই পুজোর অন্যতম উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষের কাছে। বিতর্কের ডালপালা মেলা শুরু তার পরেই। পুজো আসতে এখনও কিছু দিন বাকি। যদিও পুজো নিয়ে জটিলতা ইতিমধ্যেই শুরু।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement