Kuwait Fire Tragedy

ফিরল কুয়েত অগ্নিকাণ্ডে মৃত ৪৫ ভারতীয়ের দেহ, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদীর

৪৮ ঘণ্টার মধ্যেই দেশে ফিরল ৪৫ জন ভারতীয়ের মৃতদেহ। "অগ্নিকাণ্ডের ঘটনায় সংবেদনশীল কুয়েত", দেশে ফিরেই মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কুয়েত শেষ আপডেট: ১৪ জুন ২০২৪ ২২:১৮
Advertisement

কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কম করে ৪৯ জন পরিযায়ী শ্রমিক। মৃতদের মধ্যে রয়েছেন ৪৫ জন ভারতীয়। কুয়েত সরকারের সঙ্গে কথা বলে ৪৮ ঘণ্টার মধ্যেই মৃতদের শব দেশে নিয়ে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। কুয়েতের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, অগ্নিদগ্ধ বহুতলে দেড় শতাধিক শ্রমিকদের সিংহভাগকেই সঠিক সময়ে উদ্ধার করা হয়েছে। বাকি আহতদের চিকিৎসা চলছে কুয়েতের পাঁচটি হাসপাতালে। দু'-একদিনের মধ্যেই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা। দেশে ফিরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ বলেছেন, "কুয়েত সরকার এই ঘটনায় অত্যন্ত সংবেদনশীল, আগামী দিনে এমন ঘটনা যেন আর না ঘটে, তার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হবে।” বহুতলে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত করবে কুয়েত প্রশাসন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement