Durga Puja 2022

শানু-অলকা-অমিতের হাত ধরে ফিরে এল পুজোর গান

নতুন পুজোর গানের জন্য মনটা খচখচ করে। ফিরে যেতে ইচ্ছে করে পুজোর গানের সুরে। সেই চাওয়াকে ফিরিয়ে দিলেন শিলাদিত্য-রাজ।

প্রতিবেদন: স্রবন্তী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৯
Advertisement

৮০-৯০ দশকে দুর্গা পুজো মানেই নতুন পুজোর গানের সুর। তবে বেশ কয়েক বছর সেই ছন্দে টান পড়েছে। নতুন পুজোর গানের জন্য মনটা খচখচ করে। ফিরে যেতে ইচ্ছে করে পুজোর গানের সুরে। সেই চাওয়াকে ফিরিয়ে দিলেন শিলাদিত্য-রাজ। তাঁদের সুরে একক গান পরিবেশন করলেন অলকা যাজ্ঞিক। কুমার শানু। অমিত কুমার। বহু দিন পরে বাঙালি শ্রোতা এই তিন শিল্পীকে একত্রে শুনবে। ‘‘শানুদার সঙ্গে আড্ডা মারতে মারতেই পুজোর গান করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় পনেরো বছর হয়ে গেল সে ভাবে পুজোর গান প্রকাশ হয়নি। নতুন প্রজন্মের কাছে সেই আমেজ ফিরিয়ে আনতেই 'ফিরে পাওয়া' প্রকাশ পেল,’’ বললেন গানের অন্যতম সুরকার শিলাদিত্য। সমাজসেবী সঙ্ঘ এবং আশা অডিয়োর উদ্যোগে এই গান প্রকাশিত হল।

Advertisement
আরও পড়ুন:
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement