21 July TMC Rally

২১-এর ডাকে চিড়িয়াখানা-ভিক্টোরিয়ায় উপচে পড়া ভিড়, ডিজের তালে কলকাতামুখী ঘাসফুল কর্মী-সমর্থকেরা

৪ জুন লোকসভা ভোটের ফলে বেরিয়েছে। চারটি বিধানসভার উপনির্বাচনেও জয়ী তৃণমূল। তার পরের ২১ জুলাই যে রীতিমতো উদ্‌যাপনের আকার নেবে সেই সম্ভাবনা ছিলই।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১৯:০০
Advertisement

তৃণমূলের ‘শহীদ দিবসে’র সমাবেশ। কিন্তু সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচন আর তার পর চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিপুল জয়ের পর যে সেই সমাবেশে উদ্‌যাপনের সুর মিশে যাবে তাতে অবাক হওয়ার মতো কিছু নেই। প্রতি বছরের মতো, এ বারও জেলা থেকে দলে দলে কর্মী-সমর্থকেরা কলকাতায় এসেছেন সমাবেশে যোগ দিতে। অনেকেই উচ্চগ্রামে ডিজে বাজনার সঙ্গে নাচতে নাচতে আসছেন। আর এত দূর থেকে কলকাতায় আসার এই সুযোগটার সম্পূর্ণ সদ্ব্যবহার করে নেবেন না তাই কখনও হয়! কেউ কেউ চিকেন কষা রেঁধে নিয়ে এসেছেন। ফাঁকতালে যদি বনভোজন করে নেওয়া যায়। সকাল থেকেই চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল বা বাবুঘাটের মতো জায়গায় উপচে পড়া ভিড়। ২১ জুলাইয়ের কলকাতায় রীতিমতো উৎসবের মেজাজ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement