Alipore Zoo

চিড়িয়াখানায় ব্রেল! চোখে দেখতে না পেলেও আঙুল ছুঁইয়ে চিনে নেওয়া যাবে চিড়িয়াখানার আবাসিকদের

সম্প্রতি আলিপুর চিড়িয়াখানার ২০টি এনক্লোজ়ারের সামনে বসানো হয়েছে ব্রেল বোর্ড। ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের মনোজ আর অর্পিতা সেই অভিজ্ঞতায় সামিল হতেই ঘুরে দেখল চিড়িয়াখানা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ০৯:৫৮
Advertisement

যাঁরা চোখে দেখতে পান না, তাঁরা কী ভাবে বুঝবেন যে জিরাফের গলা ঠিক কতটা লম্বা? বা কোন খাঁচায় রয়েছে শিম্পাঞ্জিরা? দেশের প্রাচীনতম আলিপুর চিড়িয়াখানায় বসানো হয়েছে ব্রেল বোর্ড। ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের মনোজ আর অর্পিতা, ঘুরে দেখল আলিপুর চিড়িয়াখানা। শব্দ দিয়েই ওরা অনুভব করল পশুপাখিদের। ছুঁয়ে দেখল এনক্লোজ়ারের সামনে বসানো ব্রেল কোডও। প্রতিটি ব্রেল বোর্ডেই লেখা রয়েছে পশুপাখিদের ওজন কত আর ওরা খায় কী!

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement