৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হবে দিঘার জগন্নাথ ধামের। ২২ একর জমির উপর ২০০ কোটি টাকায় নির্মিত নীল মাধবের এই মন্দিরের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দিঘার এই জগন্নাথধামে কীভাবে যাবেন?
হাওড়া থেকে ট্রেন কিংবা বাসে দিঘা। রেল স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব ৪৫০ মিটার। আর বাস স্ট্যান্ড থেকে ২ কিলোমিটার। সড়কপথে কলকাতা থেকে দিঘার জগন্নাথ মন্দিরের দূরত্ব ১৮০ কিলোমিটার। সময় লাগবে ৪ থেকে ৫ ঘণ্টা। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও দূরত্ব কমবেশি একই। এনএইচ সিক্সটিন কিংবা কন্টাই রোড ধরলেই সোজা রাস্তায় পৌঁছে যাওয়া যাবে দিঘার এই জগন্নাথধামে।
পুজো দেওয়ার জন্য থাকছে কালীঘাটের পেড়া, বাংলার গজা। ব্যবস্থা থাকবে অনলাইনে পুজো দেওয়ারও।