মোদী কা আদমি হ্যায়? ‘হ্যাঁ’ বলতেই গুলি! পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত রাজ্যের ৩ বাঙালি

পহেলগাঁও হত্যাকাণ্ডে প্রাণ হারালেন রাজ্যের সমীর গুহ, বিতান অধিকারী, মণীশরঞ্জন মিশ্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২১:৪০
Advertisement

বেড়াতে গিয়ে আর ফেরা হল না। পহেলগাঁও হত্যাকাণ্ডে প্রাণ হারালেন বাংলার তিন বাঙালি। সমীর গুহ বেহালার বাসিন্দা। গরমের ছুটিতে স্ত্রী আর মেয়েকে নিয়ে কাশ্মীর গিয়েছিলেন ঘুরতে। কলকাতার ছেলে বিতান অধিকারী। কর্মসূত্রে ফ্লোরিডায় বাস। দেশে এসে সাড়ে তিন বছরের ছেলে আর স্ত্রীকে নিয়ে এসেছিলেন কাশ্মীর। আর মণীশরঞ্জন মিশ্র কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিক। বাড়ি পুরুলিয়ার ঝালদায়— মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ে জঙ্গি হানায় যে ২৬ জনের জীবন অনিশ্চিত হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন এই তিন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement