Kargil Vijay Diwas

কার্গিল যুদ্ধে শহিদের বাড়ি বিক্রি উত্তর কলকাতায়, স্মৃতি আগলে বাড়ির বর্তমান মালিক

কার্গিল যুদ্ধের শহিদ হয়েছিলেন কণাদ ভট্টাচার্য। তাঁর স্মৃতিবিজড়িত উত্তর কলকাতার বাড়ি আজও একই রকম ভাবে রয়েছে। বাড়িতে নেই তার পরিবার। বিক্রি হয়ে গিয়েছে বাড়িটি। কণাদের স্মৃতি ধরে রাখতে একই রকম ভাবে সেই বাড়ি রেখে দিয়েছেন বাড়ির বর্তমান মালিক কল্যাণ চৌধুরী।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ১৯:৩৩
Advertisement

উত্তর কলকাতার টালা ব্রিজ ধরে কেউ যদি শ্যামবাজারের দিকে আসেন, তা হলে নজরে পড়বে ব্রিজের ঠিক নীচে এক সৈনিকের আবক্ষ মূর্তি। সেই ফলকে লেখা কণাদ ভট্টাচার্যের নাম। যিনি কার্গিল যুদ্ধে শহিদ হয়েছিলেন ১৯৯৯ সালে। প্রতি বছর কার্গিল দিবসের দিনে সেই আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন অনেকে। এই এলাকাতেই ছোটবেলা থেকে বড় হয়েছিলেন কণাদ। এখানেই ছিল তাঁর মামাবাড়ি। মামাবাড়ি আর নেই, বিক্রি হয়ে গিয়েছে।। কিন্তু সেই বাড়িটি আজও একই রকম ভাবে রেখে দিয়েছেন বাড়ির বর্তমান মালিক, কণাদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement