Dakshineshwar Kali Puja 2024

সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড়, ১৭০ তম বর্ষে মন্দির সেজে উঠেছে আলোর মালায়

কালীপুজোর সকালের চিরচেনা ছবি দক্ষিণেশ্বরে। সকাল থেকেই ভক্তদের ভিড় মন্দির প্রাঙ্গনে। সকলেই চান ভবতারিণীর এক বার দর্শন। সূর্য ডুবলে দক্ষিণেশ্বর সেজে উঠবে আলোর মালায়, মহিলারা বাজাবেন ঢাক।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৩:৩৩
Advertisement

কালীপুজোর সকালের চিরচেনা ছবি দক্ষিণেশ্বরে। সকাল থেকেই ভক্তদের ভিড় মন্দির প্রাঙ্গনে। সকলেই চান ভবতারিণীর এক বার দর্শন। সূর্য ডুবলে দক্ষিণেশ্বর সেজে উঠবে আলোর মালায়, মহিলারা বাজাবেন ঢাক। এ বার পুজো পড়ল ১৭০ বছরে। সেই উপলক্ষে বাংলার লোকসংস্কৃতির আবহে কালী পুজোর রাতে মুখরিত হবে ভবতারিণী মন্দির প্রাঙ্গণ। প্রত্যন্ত গ্রামের মহিলাদের সঙ্ঘবদ্ধ ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ, প্রদীপ আরতি, শঙ্খ ও উলু ধ্বনিতে চলবে চার প্রহরের পুজো।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement