RG Kar Victim Sculpture

‘বড় ডাক্তার’ হওয়া হল না, তিনি থেকে গেলেন ‘দ্বিতীয় ঘর’ আরজি করেই, ভাস্কর্য হয়ে

তরুণী চিকিৎসকের স্মৃতিতে, আরজি করের জুনিয়র ডাক্তারদের উদ্যোগে হাসপাতালেই স্থাপিত হল ভাস্কর্য। শিল্পী পূর্ব মেদিনীপুরের অসিত সাঁই।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৮:২৫
Advertisement

‘বড় ডাক্তার’ হওয়ার স্বপ্ন নিয়ে আরজি করে পড়তে এসেছিলেন। পড়া শেষ হয়নি। ৯ অগস্ট আচমকাই থমকে গিয়েছে পথ চলা। তাঁর সঙ্গে ঘটে যাওয়া নৃশংস অন্যায়ের বিচার চাওয়ার জন্য তিনি আর নেই, কিন্তু গোটা শহর প্রায় প্রতি দিনই পথে নামছে তাঁর জন্য। গলা ফাটাচ্ছে। কাঁদছে। রাগে চিৎকার করছে। আরজি করের জুনিয়র ডাক্তারেরাও তাঁদের বন্ধুকে ছেড়ে যেতে রাজি নন। তাঁর স্মৃতিতে হাসপাতালেই বসল ভাস্কর্য— ‘ক্রাই অফ দি আওয়ার’, সময়ের চিৎকার। মেদিনীপুরের ভাস্কর অসিত সাঁইয়ের ছেনিহাতুড়িতে গড়ে উঠেছে যন্ত্রণার বিমূর্ত রূপ। কোন ভাবনা থেকে এই উদ্যোগ? শিল্পী আর আরজি করের আন্দোলনকারী চিকিৎসকেরা জানালেন আনন্দবাজার অনলাইনকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement