Junior Doctors

‘আমরণ’ অনশনে ছয় জুনিয়র ডাক্তার, স্বচ্ছতা বজায় রাখতে নিজেরাই সিসি ক্যামেরা লাগাবেন মঞ্চে

দ্বিতীয়ার দিনের মিছিল থেকেই ‘আমরণ’ অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন। ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিলেন সরকারকে। শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জুনিয়র চিকিৎসকেরা জানিয়ে দিলেন ‘আমরণ’ অনশন শুরু করছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ২২:৪২
Advertisement

শুক্রবার সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন ১০ দফা দাবি পূরণের জন্য। সঙ্গে করে নিয়ে এসেছিলেন ঘড়িও। সেই ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও সরকারের থেকে কোনও বার্তা পাননি বলে দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠন অল বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট। শনিবার সন্ধ্যা থেকেই ধর্মতলায় ‘আমরণ’ অনশনে বসলেন তাঁরা। জুনিয়র ডাক্তারেরা জানান, ‘প্রথম দফা’য় অনশনে বসেছেন তাঁদের ছয় সতীর্থ। এই ছ’জনের মধ্যে রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের পিডিটি অনুষ্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাঁজা এবং ক্যানসার বিভাগের সিনিয়র রেসিডেন্ট স্নিগ্ধা হাজরা। এ ছাড়াও, এসএসকেএমের পিডিটি অর্ণব মুখোপাধ্যায়, এনআরএসের পিজিটি পুলস্ত্য আচার্য এবং কেপিসি হাসপাতালের প্যাথোলজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া সায়ন্তনী ঘোষ হাজরা অনশনে বসেছেন। আরজি করের কোনও জুনিয়র ডাক্তার কেন অনশনে নেই? কী বলছেন আরজি করের আনদোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement