Janmastami

কৃষ্ণের জন্মদিনে মহার্ঘ তাল, ‘রেডিমেড’ তালের বড়ার খোঁজে দোকানে দোকানে ভিড় জমাচ্ছে বাঙালি

জন্মাষ্টমীর পুজোর বাজারে আগুন। আকাশ ছুঁয়েছে তালের দাম। এক-একেকটি তাল বিকোচ্ছে ৫০০ টাকায়।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৮
Advertisement

কথিত, কৃষ্ণের প্রিয় খাবার তালের বড়া,মালপোয়া,নারকেল নাড়ু। জন্মাষ্টমীতে কৃষ্ণের ভোগে তালের বড়া চাই-ই চাই। গত কয়েক দিন ধরেই তালের দাম আকাশ ছোঁয়া । ক’দিন আগেও যে তাল ৬০ টাকায় বিক্রি হত, আজ তার দাম পৌঁছেছে ২০০-৫০০ টাকা পর্যন্ত। কর্মব্যস্ত জীবনে বাড়িতে তালের বড়া বানানোর ফুরসৎ মেলে না, তাই ‘রেডিমেড’ বড়া কেনার ঝোঁক বেড়েছে। শুধু তালই নয়, আগুন লেগেছে ফুলের বাজারেও। তা হলে কৃষ্ণপ্রেমে পকেটে টান পড়তে চলেছে আমজনতার?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement