Bengali Serial Actress

প্রেমিকের সঙ্গে প্রথম ডেটে মাকে নিয়ে গিয়েছিলাম: দিতিপ্রিয়া

‘‘পরিবারের জন্য কিছু করতে ভাল লাগে, আমি যত টুকু যা করে উঠতে পেরেছি তা মায়ের জন্যেই, আর বাবা এখন সুস্থ, বাবা বলে ডাকতে পারছি, এর চেয়ে বেশি আর কিছু চাই না’’, বললেন দিতিপ্রিয়া

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুলাই ২০২৪ ২০:১৬
Advertisement

অভিনয়ে আত্মপ্রকাশ শিশুশিল্পী হিসাবে, ২০০৮-এ মাত্র ছ’বছর বয়সে ‘দুর্গা’ ধারাবাহিকের সূত্রে। অভিনয় কাকে বলে না বুঝলেও কাজ করতে মজাই লাগত তাঁর। তিনি দিতিপ্রিয়া রায়। এরপর ‘অপরাজিত’, ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের পর সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি’-তে তাঁর উপস্থিতি চোখে পড়ে সকলের। পড়াশোনা আর ধারাবাহিকের কাজ মিলিয়ে বেড়ে উঠছিল ছোট্ট মেয়েটি। হঠাৎ ক্যানসার ধরা পড়ে তাঁর বাবার। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় সবার প্রিয় ‘দিতি’-কে। মাধ্যমিক পেরিয়ে উচ্চ-মাধ্যমিক, সকলের প্রিয় ‘রাণীমা’ হয়ে উঠলেন দিতিপ্রিয়া। মনের মতো একটি ফ্ল্যাট কিনেছেন, বাবা-মা আর তাঁর পোষ্য ‘পপকর্ন’কে নিয়ে বেশ দিন কাটছে তাঁর। সদ্য জীবনে এসেছেন বিশেষ একজন। অভিনয়, জীবনের লড়াই, সদ্য প্রেমে পড়া, সব নিয়ে আনন্দবাজার অনলাইনের কাছে মন খুললেন দিতিপ্রিয়া।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement