Howrah-Mumbai CSMT Train Accident

আবার রেল দুর্ঘটনা, এ বার হাওড়া-মুম্বই মেল, একাধিক মৃত্যু, উদাসীনতার শেষ কোথায়? প্রশ্ন মমতার

হাওড়া থেকে একাধিক এক্সপ্রেস বাতিলের খবর মিলেছে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে। খোলা হয়েছে হেল্প ডেস্ক। ০৩৩-২৬৩৮২২১৭ এবং ৯৪৩৩৩৫৭৯২০— এই দু’টি নম্বরে ফোন করে পরিজনেদের খোঁজ পেতে পারেন মানুষ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১৩:৩৭
Advertisement

মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া-মুম্বই মেল। দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে যায় ট্রেনের অন্তত ১৮টি কামরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনার জেরে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। হাওড়া স্টেশন-সহ একাধিক জায়গায় খোলা হয়েছে হেল্প ডেস্ক। এ দিকে, ঘনঘন রেল দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আবার কেন্দ্রের সরকারের দিকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বাংলার মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের কাছে প্রশ্ন রেখেছেন, ‘আর কত দিন আমাদের এ সব সহ্য করতে হবে? কেন্দ্রীয় সরকারের এই অকর্মণ্যতার কি কোনও শেষ নেই?’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement