এ বারের নির্বাচনে রাজ্য রাজনীতি তোলপাড় সন্দেশখালির ঘটনায়। প্রথমে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তারপর কাঠগড়ায় বিজেপি। সৌজন্যে সন্দেশখালি। কিন্তু সন্দেশখালির সঙ্গে যে গভীর যোগ জমির রাজনীতির, তার প্রভাব কতটা? আনন্দবাজার অনলাইনের স্টুডিয়োয় জমে উঠল তর্ক। আলোচনায় কল্যাণ চৌবে, জ়াদ মাহমুদ, সুপর্ণ মৈত্র ও আশুতোষ চট্টোপাধ্যায়।