Hardik Pandya

১৭০ কোটি সম্পত্তির ৭০ শতাংশই পাবেন নাতাশা! বিয়ে ভাঙার পর কাঙাল হবেন হার্দিক পাণ্ড্য?

ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্যের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তাঁর সার্বিয়ান স্ত্রী নাতাশা। এই প্রেক্ষিতেই জল্পনা, নিজের সম্পত্তির ৭০ শতাংশই নাতাশাকে দিতে হবে হার্দিককে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৪ ২০:০০
Advertisement

কোভিড পর্বে নমো নমো করে বিয়ে সেরেছিলেন হার্দিক-নাতাশা। পরবর্তীতে অবশ্য ধুমধাম করে আবারও বিয়ে সারেন দম্পতি। জন্ম নেয় দম্পতির একমাত্র সন্তান অগস্ত্য। খেলার মাঠেও উন্নতির শিখরে উঠছিলেন হার্দিক। সব ঠিকই চলছিল। কিন্তু অজ্ঞাত কারণে প্রথমে তাল কাটে দাম্পত্যের। হার্দিক মাঠে নামলে যে নাতাশাকে দেখা যেত গ্যালারিতে, ২০২৪ সালের আইপিএলে সেই দৃশ্য ছিল ‘মিসিং’। গুঞ্জন ক্রমশ গণআলোচনায় পর্যবসিত হচ্ছিল যে, তাহলে কি আশঙ্কাই সত্যি হতে চলল? বৃহস্পতিবার দম্পতি মিলে ঘোষণা করেই দিলেন, এ বার তাঁরা প্রাক্তন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement