Menstrual Leave Controversy

‘ঋতুচক্র স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তাতেও ছুটির দরকার?’

ঋতুস্রাবের দিনগুলোতে বিশ্রাম বা ছুটির সত্যিই কি প্রয়োজন আছে? কী বলছেন স্ত্রীরোগ চিকিৎসকেরা?

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৭:১৬
Advertisement

প্রতি মাসে ঋতুস্রাব হওয়া স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। যদিও এই সময় নানান শারীরিক সমস্যার মুখে পড়তে হয় মহিলাদের। এই সময় কি মহিলাদের বিশ্রামের প্রয়োজন? এই ‘ঋতুকালীন ছুটি’ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কিছু দিন আগে রাজ্যসভায় রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ কুমার ঝা দেশের ঋতুকালীন ছুটি নিয়ে প্রশ্ন করেছিলেন। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সমানাধিকারের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ‘‘ঋতুচক্রের জন্য সবেতন ছুটি দেওয়ার নীতি আনার প্রয়োজন নেই।’’ তিনি আরও জানান, ‘‘এটা কোনও প্রতিবন্ধকতা নয়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement