এখানে বুদ্ধদেব ভট্টাচার্য, কুণাল ঘোষ, মিমি চক্রবর্তীর ‘পরমাত্মীয়রা’ একে অন্যের প্রতিবেশী….
পোষ্য যাঁদের কাছে নিজের সন্তানের মতো, তাঁরা মৃত্যুর পর তাকে নিয়ে কী করবেন বুঝতে পারেন না। তাঁদেরই ঠিকানা বাখরাহাট।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৪ ১৯:২৩
Advertisement
দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাটে কয়েক বিঘা জমি। বাইরে থেকে লোকে জানে কবরস্হান
বলে। সেই ১৯৬৪ সাল থেকে। ভিতরে গেলে দেখা যায়, সারি সারি কবর। তবে মানুষের নয়। বাড়ির পোষ্যদের। রয়েছে সেই পোষ্যদের নামে
রাস্তাও।