১৭৫৭ সাল থেকে শুরু শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। রাজা নবকৃষ্ণ দেবের পুুত্র রাজকৃষ্ণ দেবের উত্তরাধিকারী অলোককৃষ্ণ জানালেন, মহালয়ার ভোরে রাজবাড়ির তর্পণের ঐতিহ্যের বৃত্তান্ত। জানা গেল, পুজোর ক’টা দিন রাজবাড়ির মিঠাইভোগের কথাও। সব মিলিয়ে, দেবীপক্ষের সূচনাতেই উৎসবমুখর শোভাবাজার রাজবাড়ি।