বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় সরকারের একের পর এক প্রকল্প নকল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অন্য় দিকে, তৃণমূলের অভিযোগ, বিজেপি-ই আসলে অনুকরণ করেছে মা-মাটি-মানুষের সরকারের প্রকল্প। বাস্তবে কোন প্রকল্প কতটা প্রভাবিত করে সাধারণ ভোটারকে, বিশ্লেষণ করলেন সাবির আহমেদ, জ়াদ মাহমুদ ও দেবজিৎ সরকার।