Parliament Security Breach

সংসদ হানার ‘ছক’ কবে থেকে, নেপথ্যে কী কারণ? পুলিশি তদন্তে সংসদ হানার ‘ব্লু প্রিন্ট’!

দিল্লি পুলিশের একটি সূত্র বলছে, অভিযুক্তেরা ১৮ মাস আগে মাইসুরুতে প্রথম বার বৈঠকে বসেছিলেন। রীতিমতো রেইকি করা হয় সংসদে।

সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৪
Advertisement

বুধবার সংসদে হানার নেপথ্যে ছিল বিশাল পরিকল্পনা। প্রায় ১৮ মাস ধরে তৈরি হয়েছিল সেই ছক। দফায় দফায় বৈঠকে বসেছিলেন অভিযুক্তেরা। তদন্তে নেমে এমনটাই দাবি দিল্লি পুলিশের। তারা জানিয়েছে ভিন্‌রাজ্যের হলেও সমাজমাধ্যমে ‘ভগৎ সিংহ ফ্যান ক্লাব’ নামে একটি পেজের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অভিযুক্তেরা। ১৮ মাস আগে মাইসুরুতে প্রথম বার বৈঠক করেন অভিযুক্তেরা। দিল্লি পুলিশের দাবি, ঠিক ন’মাস পর ফের চণ্ডীগড় বিমানবন্দরের কাছে বৈঠকে বসেন তাঁরা। অভিযুক্তেরা সংসদে বার কয়েক রেইকিও করেন। এর পরেই ১৩ ডিসেম্বর বেলা ১টা নাগাদ সংসদ কক্ষে ‘রংবোমা’ ফাটান অভিযুক্তেরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement