Agomonir Adda2024

‘আগমনীর আড্ডা’ দ্বিতীয় পর্ব: ‘শাস্ত্রীমতে পুজো’

পুজোর আগে আনন্দবাজার অনলাইনের ‘আগমনীর আড্ডা’য় তারকার সমাহার। ‘শাস্ত্রী’র টিম থেকে উপস্থিত ছিলেন দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী এবং অনীক ধর। এই পর্বের অন্যতম আকর্ষণ ছিল, অতিথিদের মধ্যে জ্যোতিষী মণি ভাস্করের উপস্থিতি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৭:৪৯
Advertisement

অনির্বাণের মতে, তিনি এখনও জ্যোতিষে বিশ্বাস করার মতো জ্ঞান অর্জন করেননি। সৌরসেনী জানালেন জ্যোতিষ নিয়ে তাঁর কৌতূহলের কথা। মণি ভাস্করের মতে, সৌরসেনীর জীবনে তিনটে ‘ভালবাসা’ রয়েছে। সঙ্গীতশিল্পীদের ক্ষেত্রেও হস্তরেখায় কী কী থাকে, তা দেখিয়ে দেন মণি ভাস্কর। দেবশ্রী রায় জ্যোতিষে বিশ্বাসী, তবে পরিশ্রম ছাড়া শুধু জ্যোতিষ কাউকে সাফল্যের স্বাদ দিতে পারে না বলেই বিশ্বাস করেন দেবশ্রী। অভিনয় জীবন থেকে রাজনৈতিক জীবন— সোহম জ্যোতিষে বিশ্বাসী। তবে ‘শাস্ত্রী’ ছবিতে সোহমের চরিত্র এক বিজ্ঞানীর, ‘ভণ্ড’ জ্যোতিষীদের বিরুদ্ধেই যিনি লড়াই করেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement