Cyclone Dana

কবে আসছে ঘূর্ণিঝড় ‘ডেনা’? কলকাতায় ঝড়ের কতটা প্রভাব? মেট্রো চলবে, খোলা থাকবে কি স্কুল?

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ডেনা। তার প্রভাবে কতটা বৃষ্টিপাত হতে পারে? ঝড়ের দাপটে কি বিপর্যস্ত হতে পারে জনজীবন?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ২০:২২
Advertisement

মঙ্গলবার সকাল। বাতাসে শুকনো ভাব। গায়ে হাওয়া লাগলে একটু যেন শীত-শীত। পুজো পেরোতেই কি তাহলে বাতাসে হিমের পরশ লাগা শুরু হয়ে গেল? বাঙালিকে হতাশ করে এই প্রশ্নের জবাব হল, না। শীতের এখনও বাকি। আসলে, সাগরে তৈরি হওয়া নিম্নচাপের ঠেলায় আচমকাই গতি পেয়েছে উত্তুরে হাওয়া। ভোরের যে শীত-ভাব তা আসলে নিম্নচাপেরই হাতযশ। আগামী ২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাত এবং পরের দিন ২৫ অক্টোবর, অর্থাৎ শুক্রবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড় ডেনা আছড়ে পড়বে। কোথায় আছড়ে পড়বে? হাওয়া অফিস জানিয়েছে,জায়গাটা ওড়িশার পুরী এবং বাংলার সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও এলাকা। ‘ডেনা’ নাম রেখেছে কাতার। আরবীতে যার অর্থ, ‘সুন্দর এবং মূল্যবান মুক্তো’। এর একটা মানেও আছে. ‘উদারতা’ বা ‘দান’। আর পাঁচটা প্রাকৃতিক দুর্যোগের মতোই দানার প্রভাব শুরু হয়ে যাবে ঢের আগে থেকে, বস্তুত, বুধবার থেকেই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement