Israel Hamas War

যুদ্ধ ফিরল গাজ়ায়, শুক্র সকালে ইজ়রায়েলি বিমান হামলায় ১৪ জন প্যালেস্টাইনি মৃত, দাবি হামাসের

চার দিনের সংঘর্ষ বিরতি শেষে আরও দু’দিন তার মেয়াদ বাড়ানো হয়েছিল। শুক্রবার সকালে তা শেষ হতেই ফের সংঘর্ষ শুরু গাজ়ায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৬
Advertisement

শুক্রবার প্যালেস্টাইনের স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়েছে। তার পরেই উত্তর ও দক্ষিণ গাজ়া থেকে ইজ়রায়েলি বিমানহানার খবর এসেছে। গাজ়ায় হামাস-প্রভাবিত স্বাস্থ্য মন্ত্রকের দাবি, শুক্রবার সকালের বিমানহানায় মারা গিয়েছেন অন্তত ১৪ জন প্যালেস্টাইনি। উল্লেখ্য, ২৪ নভেম্বর গাজ়ায় চার দিনের জন্য সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ইজ়রায়েল ডিফেন্স ফোর্স ও হামাস। পরে আরও দু’দিনের জন্য তার মেয়াদ বাড়ানো হয়েছিল। আমেরিকা, কাতার ও মিশর সংঘর্ষ বিরতি আরও বাড়ানোর জন্য তদ্বির করলেও তা সম্ভব হয়নি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement