সকলে লোভের বশবর্তী হয়ে কাজ করেন, জলজ্যান্ত একজন ‘মানুষ’কে হারালাম: বিপ্লব
যুবসমাজের জন্য তাঁর ভাবনা, সৎ চেষ্টা বুঝতে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ: বাদশা মৈত্র
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ১৯:২৩
Advertisement
বাঙালি তাঁর সাংস্কৃতিক অবদান মনে রাখবে, একজন স্তম্ভ চলে গেলেন। সততার, স্বচ্ছ্বতার, ক্ষমতার কেন্দ্রে থেকে নির্লোভ থাকা, এই শিক্ষা বুদ্ধদেব ভট্টাচার্যেরই দেওয়া, মত বিশিষ্টদের।