Agomonir Adda 2024

‘আগমনীর আড্ডা’ অষ্টম পর্ব: উৎসবের ‘বহুরূপ’

‘আগমনীর আড্ডা’র অষ্টম পর্বে রূপের আলোচনা। সঙ্গে শিবপ্রসাদ, কৌশানী, ঋতাভরী, গায়ক বনি আর বহুরূপী শিল্পী ননী।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ২৩:৩৩
Advertisement

উৎসবে রূপ বদলায় শহর। আলোর কারসাজিতে বদলে যায় চেনা রাস্তা, চেনা মোড়। রূপ বদলান উৎসব প্রিয় বাঙালি। নতুন জামাজুতো, মেকআপ, আর বাহারি দুলে দৈনন্দিনের রূপ ছেড়ে এ যেন নতুন মানুষ হয়ে ওটার চেষ্টা। উৎসবের আড্ডা কি তাই রূপের বাহার না ছড়িয়ে হয়? আর সঙ্গে যদি থাকেন জলজ্যান্ত বহুরূপী? আনন্দবাজার অনলাইনের এ বারের ‘আগমনীর আড্ডা’য় ‘বহুরূপী’ সিনেমার নির্দেশক আর কলাকুশলীরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement