আমরা তো মেনে নিয়েছি, মানুষ যাকে বিয়ে করে সে-ই শেষ কথা নয়: অঞ্জন
‘আমরা এখনও ডিভোর্স নিয়ে পাগলামি করছি, ত্রিকোণ প্রেম, পরকীয়া এই নিয়ে ভাবছি। কত আগে রবীন্দ্রনাথ নষ্টনীড় লিখে গিয়েছেন,’ বললেন অঞ্জন দত্ত।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুন ২০২৪ ২০:৩৭
Advertisement
বন্ধু মৃণাল সেনকে অঞ্জন দত্তের শ্রদ্ধা। তাঁর প্রিয় শহর, দার্জিলিং, গিটার, অ্যাংলো ইন্ডিয়ানদের প্রতি ভালবাসা, সিনেমা, গান আর থিয়েটারের মাধ্যমে ব্যক্ত করেছেন অঞ্জন দত্ত। সেই সব অজানা কথা শোনালেন আনন্দবাজার অনলাইনকে।