Belgachia vagar

আবারও ধসের আশঙ্কা ভাগাড়ে! নিশ্চিহ্ন হতে পারে গোটা এলাকা, তবুও ভাঙা ঘর আগলে বাসিন্দারা

হাওড়ার বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে। নিয়ে আসা হয়েছে ৭টি কন্টেনার। অস্থায়ী এই ব্যবস্থায় খুশি নয় দুর্গত মানুষ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ২০:০৮
Advertisement

বেলগাছিয়া ভাগাড় এলাকার ঝিলপাড়। প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা। বিপর্যয়ের পর বহু পাকা বাড়ি কোনওটা ভেঙে গিয়েছে, কোনওটা হেলে পড়েছে আবার কোনওটায় ফাটল ধরেছে। রাস্তা কয়েক ফুট নীচে বসে গিয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বিপজ্জনকভাবে হেলে রয়েছে। নিরাপত্তার কারণে এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে সেখানে বসে রয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় হাজির বিভিন্ন রাজনৈতিক দল। তবে এর দায় কে নেবে প্রশ্ন স্থানীয়দের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement