দাবি আদায়ে অনশন-অস্ত্র এই প্রথম নয়। প্রাক্ স্বাধীনতা আমল থেকে সে পথেই হেঁটেছেন মহাত্মা গান্ধী থেকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়েরা। এ বার একই পথে কলকাতার জুনিয়র চিকিৎসকেরাও। ইতিহাস বলে, অনশনের উদ্দেশ্য অধিকাংশই সফল হয়েছে। নির্যাতিতার জন্য ন্যায় বিচার থেকে স্বাস্থ্য সচিবের পদত্যাগ— জুনিয়র চিকিৎসকদের দাবির তালিকা দীর্ঘ। শেষ পর্যন্ত স্নায়ুর লড়াইয়ে জিতবে কে?