Bangladeshis

খোঁজ নেই পরিজনের, দেশে ফেরার আকুতি কলকাতায় আটকে পড়া বাংলাদেশিদের

কেউ কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে, কেউ বা শুধুই ঘুরতে। বাংলাদেশে চলতে থাকা অচলাবস্থার জেরে আটকে পড়েছেন এ শহরে। এরই মধ্যে ২২ জুলাই, সোমবার থেকে চালু হয়েছে একটিমাত্র বাস পরিষেবা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৪ ১৯:১৬
Advertisement

বাংলাদেশের সংরক্ষণ-বিরোধী পড়ুয়া আন্দোলনের জেরে এ রাজ্যে আটকে পড়েছেন বহু বাংলাদেশি নাগরিক। প্রতি বছরই বহু বাংলাদেশি ‘ইন্ডিয়া’য় আসেন চিকিৎসা করাতে। কলকাতায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালগুলোয় আসেন অনেকেই। অনেকে এসেছিলেন শুধুই কলকাতা ঘুরতে। বিক্ষোভের জেরে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন এ শহরে। অনেকেরই ভিসার মেয়াদ ফুরিয়েছে। তবে ২২ জুলাই, সোমবার থেকে সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। সারা দিনে একটি মাত্র বাস ঢাকা পর্যন্ত যাচ্ছে। কী বলছেন কলকাতায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকেরা?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement