Bangladesh Protest

‘বেআইনি’, হাই কোর্টের ‘সংরক্ষণ সিদ্ধান্ত’ বাতিল করল সুপ্রিম কোর্ট, নতুন দাবি আন্দোলনকারীদের

আন্দোলনে গ্রেফতার হওয়া নেতাদের নিঃশর্ত মুক্তি, কারফিউ প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়গুলো ফের খুলে দেওয়ার দাবি আন্দোলনকারীদের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জুলাই ২০২৪ ২৩:১৬
Advertisement

মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ ফিরিয়ে আনার সিদ্ধান্ত ‘বেআইনি’। ২১ জুলাই, রবিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩০ শতাংশ নয়, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণ থাকবে কেবলমাত্র ৫ শতাংশ। ২ শতাংশ সংরক্ষণ থাকবে জাতিগত সংখ্যালঘু, রূপান্তরিত নাগরিক এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য। বাকি ৯৩ শতাংশেই অগ্রাধিকার পাবে মেধা। সুপ্রিম সিদ্ধান্তে নিজেদের জয় দেখলেও সরকারের কাছে নতুন করে তিনটি দাবি রাখলেন আন্দোলনকারীরা। আন্দোলনে সামিল হওয়া নেতাদের নিঃশর্ত মুক্তি, কারফিউ প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়গুলো ফের খুলে দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। সরকারকে সময় দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement