Sheikh Hasina

শেখ হাসিনার পদত্যাগ, দেশ চালাবে অন্তর্বতীকালীন সরকার: সেনাপ্রধান

আশাহত হবেন না, সব দাবি আমরা পূরণ করব, প্রতিটা হত্যার বিচার হবে: ওয়াকর-উজ-জামান (সেনাপ্রধান)

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ২০:৪৪
Advertisement

পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। সোমবার দুপুরেই গণভবন থেকে বোন রেহানাকে নিয়ে তিনি ভারতের উদ্দেশে রওনা হয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেছেন সেনাপ্রধান ওয়াকর-উজ-জামান। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে দেশে অন্তর্বতীকালীন সরকার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, সোমবার দেশের একাধিক রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সঙ্গে বৈঠকের পরই সেনার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিল জামাত, বিএনপি, জাতীয় পার্টির মতো দলের নেতৃত্বরা। উল্লেখযোগ্যভাবে এই বৈঠকে ছিল না আওয়ামী লীগের কোনও নেতাই। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধান ওয়াকর-উজ-জামান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement