Criminal Law Bills Reintroduced in Parliament

প্রত্যাহারের পরে নতুন রূপে পেশ ফৌজদারি বিল, ১৪ ডিসেম্বর লোকসভায় বিতর্কের সম্ভাবনা

ভারতীয় দণ্ডবিধি বা ‘আইপিসি’, সিআরপিসি এবং সাক্ষ্য আইন বদলাতে সংসদে নতুন তিনটি বিল পেশ করল মোদী সরকার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:২২
Advertisement

‘ইন্ডিয়ান পিনাল কোড, ১৮৬০’, ‘কোড অফ ক্রিমিনাল প্রসিডিয়োর, ১৯৭৩’ এবং ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ১৮৭২’— এত দিন ভারতের ফৌজদারি বিচার হত এই তিন আইন মেনে। অগস্টে বাদল অধিবেশনেই ওই তিনটি ফৌজদারি বিধি বদলাতে নতুন তিনটি বিল আনে মোদী সরকার। সংসদের স্ট্যান্ডিং কমিটির সুপারিশ অনুযায়ী বিলগুলির প্রথম খসড়া পরিমার্জন করে ফের লোকসভায় পেশ করা হল ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ও ভারতীয় সাক্ষ্য বিল, ২০২৩। শুরু থেকেই এই নয়া বিল নিয়ে আপত্তি জানিয়েছে কংগ্রেস, তৃণমূল এবং ডিএমকে-র মতো বিরোধী দলগুলি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement