রাত তখন দু’টো। শাসক, বিরোধী দুই বেঞ্চের অনেকটাই ফাঁকা। ১৫ সেকেন্ডের মধ্যেই প্রস্তাব পেশ অমিত শাহের। ৪২ মিনিটের আলোচনায় রাষ্ট্রপতি শাসনে অনুমোদন দিল লোকসভা। কেন এত রাতে আলোচনা, বিজেপি-কে প্রশ্ন কংগ্রেসের। “মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করায় এই বিলম্ব প্রমাণ করে বিজেপি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ”, কেন্দ্রের সমালোচনায় তৃণমূলের সায়নী ঘোষ।