নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একের পর এক মন্ত্রীর হাজতবাস। গত প্রায় দু’বছরে একের পর এক দুর্নীতির ঘটনায় বিদ্ধ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু বাস্তবে কি সে সব কিছুই প্রভাব ফেলতে পারল না রাজ্যের ফলাফলে? তর্কে কুণাল সরকার, দেবজিৎ সরকার ও জ়াদ মাহমুদ।