একটা সময় ছিল যখন পুজো মানেই ছিল নতুন জামার ক্রমশ বেড়ে চলা সংখ্যা। বয়স যত বেড়েছে, কমেছে সংখ্যাধিক্য, বেড়েছে ফ্যাশন নিয়ে ধ্যানধারণা। ছোটবেলায় যে মা, বাবা পুজোর জামা কিনে দিতেন হাসিমুখে, আজ তাঁদের হাতেই নতুন পোশাক তুলে দেওয়া— এই বদলও দেখে ফেলেছে বাঙালির দুর্গাপুজো। মাখন জিন্স এখন অতীত, কিন্তু স্মৃতিগুলি তো আজও টাটকা। সুজয়নীলের সঞ্চালনায় আগমনীর আড্ডায় সৌরভ-দর্শনা, তনুশ্রী, পায়েল অনিন্দ্যের মুখে পুজো ফ্যাশনের সে কাল থেকে এ কাল।